কবিতা
হাসনাইন হীরা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৩ এএম
চিত্রকর্ম : গুপু ত্রিবেদী
মা প্রায়ই উড়ে যাওয়া পাখির গল্প বলেন আর
তাকিয়ে থাকেন মাটির দিকে
মাটি তাকিয়ে থাকে আমার দিকে
আমি তো মাটির গান, মাটির শরীর, মাটির জোছনা...
ভরদুপুরেই বেছে নিয়েছি জোনাকজীবন
আত্মগোপনের হাসি উপেক্ষা করতে করতে যত দূর যাই
সব দূরেই থাকে চুমু ও চম্পুর প্রণোদনা...।
এখানেই তুমি চারা দিতে পারো চমকানো হৃদয়
অপরাহ্নের কদবেলকে শেখাতে পারো চর্যার পাঠ
অশোকে, অন্তপুরেÑ পুরনগর ফের ধলপল করে উঠুক।
বৈঠকি আকাশের জোছনায় সন্দেহ বেড়ে গেলেÑ
ফলাব মানুষের বীজ, ঝুঁকে পড়বে মাটির দিকে
মাটি তাকিয়ে থাকবে মায়ের দিকে
আত্মহারা চোখে মা তাকিয়ে থাকবে আমার দিকে
আমি তো মায়ের শীত, মায়ের গ্রীষ্ম, মায়ের হেমন্ত-বর্ষা...।