কবিতা
শফিক হাসান
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৫ এএম
কোথায় এলাম, এ আমি কোথায়
বুঝতে না পেরে হদিস না পেয়ে
প্রবোধ নিইÑ এলাম নতুন দেশে
এখানকার যাবতীয় রঙচঙ নতুন
মানুষ ভাষাযাপন কৃষ্টি সংস্কৃতি
ভাগ্যান্বেষী শ্রমিককুল ভিনদেশে
ঠেকে-ঠকে শিখে ফেলে আচার
নিজেরাও নিশ্চয়ই সফল হবো।
কুয়াশা ঘনালে অন্ধকারে ফুটবে
সত্য আলো ও সুন্দরীতমা পুষ্প।