কবিতা
নাসরীন জাহান
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৪:১০ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৪:২১ পিএম
অন্ধকার ডেকেছিল,
তাই জলের জমক দেখে ঝাঁপ দিয়েছিলাম,
আকাশের ওপর বাজপাখির চক্কর খায়,
অসহ্য অন্ধকারে রক্তের
কী সুন্দর রান্না চলছে দ্যাখো,
আসলে তো গুজব, ওসব রক্ত নয় রঙ ছিল।
তাতেই রান্নার চেহারা কী সুন্দর বদলে গেল!
অন্ধকার ডেকেছিল,
উজ্জ্বল প্রাণ নিয়ে দেহটা ছুড়ে দিয়েছিল বাতাসে।
আর তৃষ্ণা চেয়েছিল জল,
গুলির তীব্রে আহা রক্ত অতল।
সাথে সাথে কালো চাদরের কর্পূর
এসে মুছে নিয়ে গেল সব।
আত্মার মধ্যে ছাড়া আর কোনো রক্তের চিহ্ন দেখাতে পারবে?