কবিতা
কুমকুম দত্ত
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৪:০৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৪:২১ পিএম
শরীর শিল্পকলা জীবনের রঙ ছবি আঁকে মন;
পিছুটান সহসা যাওয়া-আসা আদিম ফল গন্ধম
প্রকৃত প্রণয় অরণ্যের দিকে ছুটে যায় জন্ম ফিনিক্স
গুহার আর্তনাদে সন্দেহাতীত লিবিডো জন্ম-জীবন।
মাতাল ডাহুক মধ্যরাতে গরাদ ভাঙে জ্যোৎস্নার অবগাহন।
ধারালো ছুরির নিচে আত্মা অমৃতের চাঁদ
আকাশ নিমজ্জিত রাত রতি ভ্রমণে অপাঙ্ক্তেয়