× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকের টাকা যোগাতে এমন প্রতারণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪ ২২:৫৫ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪ ২২:৫৮ পিএম

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় গ্রেপ্তার নিয়াজ আহম্মেদ আকাশ।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় গ্রেপ্তার নিয়াজ আহম্মেদ আকাশ।

ফেসবুক থেকে মেয়েদের ছবি নিয়ে সেগুলো এডিট করে নগ্ন ভিডিও বানান। এরপর ফেইক ফেসবুক ও ইন্সটাগ্রাম আইডি খুলে সেগুলো দিয়ে মেসেজের মাধ্যমে ‘সার্ভিসের’ বিজ্ঞাপন দেন। কেউ ‘বিশেষ’ এই সার্ভিস নিতে চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিতে হত। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে আইডি থেকে ব্লক করে দেওয়া হত আগ্রহী ব্যক্তিকে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এমন একটি প্রতারক চক্রের হোতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ওই তরুণের নাম নিয়াজ আহম্মেদ আকাশ। নাটোরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী তিনি।

সম্প্রতি পাবনা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাকে গ্রেপ্তার করে।

এই টিমের ইনচার্জ এডিসি আশরাফুল্লাহ বৃহস্পতিবার রাতে বলেন, ‘উত্তরা পশ্চিম থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে পাবনা থেকে নিয়াজ আহম্মেদ আকাশকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে তিনটি মোবাইল, সেগুলো থেকে মেয়েদের এডিটেড ছবি ব্যবহার করে খোলা ১৫১টি ফেইক ইনস্টাগ্রাম ও ২৫টি ফেসবুক আইডি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে নিয়াজ স্বীকার করেছেন— মাদক কেনার টাকা জোগার করতেই এই প্রতারণায় জড়িয়েছেন তিনি। গত ৭ মাস ধরে এভাবে অনলাইনে স্কর্ট সার্ভিস দিয়ে আসছেন। এভাবে দিনে গড়ে প্রায় ৭০ হাজার টাকা হাতিয়ে নেন।’

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘প্রথমে অপরাধীরা বিভিন্ন মেয়েদের ফেসবুক আইডি থেকে ছবি ডাউনলোড করে কম্পিউটারে আলাদা ফোল্ডারে সংরক্ষণ করে। পরবর্তীতে ছবিগুলো এডিট করে নগ্ন বা অর্ধনগ্ন ছবি হিসেবে তৈরি করে ফেইক আইডি তৈরির কাজে ব্যবহার করে। ফেইক আইডি খোলার সময় যার ছবি ব্যবহার করা হয় তার নামেই আইডি তৈরি করে। পরবর্তীতে নির্দিষ্ট সময়ে ভিডিও বা অডিও স্কর্ট সার্ভিস দেওয়ার কথা বলে মেসেজের মাধ্যমে বিজ্ঞাপন দেয়। প্রতারকরা যোগাযোগের জন্য এক বা একাধিক হোয়াটসঅ্যাপ নম্বর দেয়; যেগুলোতে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা আছে। কেউ ভিডিও বা অডিও স্কর্ট সার্ভিস নেওয়ার জন্য টাকা দিলে টাকা পাওয়া মাত্রই টাকা দেওয়া ব্যক্তিকে আইডি থেকে ব্লক করে দেওয়া হয়।’

তাই এসব অপ্রীতিকর পরিস্থিতি থেকে এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ছবি এবং ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান ডিবি ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এই ইনচার্জ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা