× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারা ধনাঢ্য পরিবারের সন্তান, বিক্রি করেন আইস-ইয়াবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ২০:১৫ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ২০:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা এবং জালটাকার কারবারে জড়িত থাকার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বাড্ডা থানাধীন স্বাধীনতা স্মরণী এলাকা থেকে বিপুল আইস, ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তারা অপরাধের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। আদালত তাদের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন, বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের সাইদ উদ্দিনের ছেলে মো. ফয়েজ আহমেদ রাসেল, কোতোয়ালি থানার ইসলামপুরের ইমাউল হকের ছেলে শফিউল ইয়াসিন, বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লকের বাসিন্দা সাপিলি ডি কস্টার ছেলে এলেক্স গমেজ, বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে রামিসা সিমরান ইডেন এবং উত্তরা পশ্চিম থানার বাসিন্দা জাহিরুল হক চৌধুরীর ছেলে মো. জামিরুল হক চৌধুরী ওরফে জুবিন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাড্ডা থানার উপপরিদর্শক শাহ আলম খলিফা গ্রেপ্তার বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, ‘আসামিরা সবাই ধনাঢ্য পরিবারের সন্তান ও প্রভাবশালী। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ, বিক্রি ও সেবনে জড়িত। তারা জালটাকা সংগ্রহ করে সেগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দিত। তারা আইস সরবরাহ করে বাসায় রেখে বিক্রি করে।’

শাহ আলম খলিফা বলেন, ‘গ্রেপ্তার জামিরুল হক চৌধুরী ওরফে জুবিনের কাছ থেকে প্রিমেক্স ব্রান্ডের একটি ইয়ারগান, একটি পিস্তল সাদৃশ এয়ারগান, এয়াগানের গুলি, লোহার বল উদ্ধার করা হয়েছে। যা এয়ারগানের গুলি হিসেবে ব্যবহৃত হত। জুবিন জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে ইয়াবাসহ মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে। তারা এসব এয়ারগান দিয়ে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাত। এছাড়া তারা জাল নোট সংগ্রহ করে সেগুলো আসল নোট হিসেবে চালাত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা