× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:০৮ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৪:৫৭ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের হিসাবরক্ষক (কোর্ট অব ওয়ার্ডস, ভাওয়াল রাজ এস্টেট) ইমামুল বাসারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক সুভাষ চন্দ্র মজুমদার ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলাটি করেন।

প্রায় ৯৬ লক্ষ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কমিশন আইন ২০০৪ এর ২৭(১) এর ধারায় অভিযোগ এনে মামলাটি করা হয়। 

এজহার সূত্রে জানা গেছে, দুর্নীতির অভিযোগে আসামির সম্পদ বিরবণী তলব করে দুদক। অনুসন্ধানকালে দেখা গেছে, আসামি ইমামুল বাসারের স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ এক কোটি ২২ লক্ষ ২২ হাজার ১০৫ টাকা। তার নামে প্রাপ্ত উল্লিখিত সম্পদের মধ্যে কোনো প্রকার দায়-দেনার তথ্য পাওয়া যায়নি। সে হিসেবে তার নীট সম্পদের পরিমাণও ১ কোটি ২২ লাখ ২২ হাজার ১০৫ টাকা। এ সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ১৫ লাখ ৩০ হাজার টাকা। তার পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ নীট সম্পদের মূল্য মোট ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ১০৫ টাকা। অপরদিকে, অনুসন্ধানকালে অভিযুক্তের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৪১ লক্ষ ৮১ হাজার ৬৫৮ টাকা। এক্ষেত্রে তার গ্রহণযোগ্য আয়ের চেয়ে ব্যয়সহ নীট সম্পদ বেশী পাওয়া যায় ৯৫ লাখ ৭০ হাজার ৪৪৭ টাকা। যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। তিনি এই সম্পদ অর্জনের স্বপক্ষে গ্রহণযোগ্য রেকর্ডপত্র উপস্থাপন করতে পারেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা