× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাদিম হত্যা

জামালপুরের এসপির প্রত্যাহার দাবি ক্র্যাবের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৩ ২১:১৫ পিএম

ক্র্যাবের মানববন্ধন। প্রবা ফটো

ক্র্যাবের মানববন্ধন। প্রবা ফটো

সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান অভিযুক্ত মাহমুদুল আলম বাবুর বিচার নিশ্চিত করতে জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাব। রবিবার (১৮ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে আয়োজিত মানববন্ধনে এ দাবি তোলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক মো. মামুনূর রশীদ। মাহমুদুল আলম বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ক্র্যাব এ মানববন্ধন আয়োজন করে।

মামুনূর রশীদ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এমনটি আশা করিনি। সাংগঠনিক অবকাঠামো এটার জন্য দায়ী। যেকোনো আপরাধের বিচার হওয়ার উচিত ছিল। নাদিম হত্যার বিচার পাব না। কারণ ইতোমধ্যে জামালপুরের এসপি বলেছেন নাদিমকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়নি। এটা হত্যাকাণ্ডের বিচারকে ব্যহত করবে। অবিলম্বে এই এসপিকে প্রত্যাহার করতে হবে।’

তিনি বলেন, ‘নাদিমের মায়ের কাছে আমরা কি জবাব দিব? নাদিম একজন প্রতিবাদী সাংবাদিক ছিলেন। বিচার নিশ্চিত না করতে পারলে আগামী ৭ দিন পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’ 

এতে আরও বক্তব্য দেন ক্র্যাবের উপদেষ্টা ইকরামুল কবির টিপু, ক্র্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান ও  সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসাইন ইমু।

গত বুধবার রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে জামাল্পুরের বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা