× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূঞাপুর যুবলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে আহত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ২৩:৩৯ পিএম

ভূঞাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম। প্রবা ফটো

ভূঞাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম। প্রবা ফটো

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিমসহ চারজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ মে) রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের ইবরাহীম খাঁ সরকারি কলেজ গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বাকি আহতরা হলেন- যুবলীগকর্মী রতন তালুকদার, কানন ও বিজয়। তাদের মধ্যে গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বিকালে পৌরসভার বীরহাটি এলাকায় ভূঞাপুর লিংকরোডের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত হন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

অনুষ্ঠান শেষে ফেরার পথে ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকারি কলেজ গেট এলাকায় তাদের ওপর হামলা করে দুর্বৃত্তরা। হামলায় সেলিমসহ চারজন নেতাকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় ভূঞাপুরে উত্তেজনা বিরাজ করছে। হামলাকে কেন্দ্র করে যেকোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ আকন্দ জানান, ‘সড়ক উদ্বোধন অনুষ্ঠানে সেলিমসহ আমরা গিয়েছিলাম। অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছে বলে জানা গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। থানায় এখনও কেউ অভিযোগ করেনি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা