× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবিউল নামেই আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৬:৩৪ পিএম

আরাভ খানের বিরুদ্ধে রবিউল ইসলাম নামেই ইন্টারপোল রেড নোটিস জারি করেছে।

আরাভ খানের বিরুদ্ধে রবিউল ইসলাম নামেই ইন্টারপোল রেড নোটিস জারি করেছে।

আলোচিত আরাভ খানের বিরুদ্ধে পুলিশের আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা ইন্টারপোল রবিউল ইসলাম নামেই রেড নোটিস জারি করেছে। শুক্রবার (২৪ মার্চ) ভোরে ইন্টারপোলের ওয়েবসাইটে রবিউল ইসলামকে গ্রেপ্তারের ওই নোটিস দেখা গেছে। 

নোটিসে রবিউল ইসলামকে বাংলাদেশি উল্লেখ করে তাকে হত্যা মামলায় পলাতক দেখানো হয়েছে। 

ইন্টারপোলের ওয়েবসাইটে রবিউল ইসলামের পরিচয়ে বলা হয়, তার পারিবারিক নাম রবিউল ইসলাম। তবে রবিউল নামেই পরিচিত ছিলেন। তার জন্ম তারিখ ১৯ আগস্ট ১৯৮৭। সে হিসাবে তার বয়স দেখানো হয়েছে ৩৫ বছর। জন্মস্থান উল্লেখ করা হয়েছে বাগেরহাট জেলাকে।  

ইন্টারপোলে 'ওয়ান্টেড' ব্যক্তিদের যে তালিকা দিয়েছে সেখানে বাংলাদেশি রয়েছেন ৬৩ জন। সেই তালিকায় সবশেষ যুক্ত করা হয়েছে রবিউলের নাম।  

রবিউল ওরফে আরাভ খান দুবাইয়ে সম্প্রতি জুয়েলারি শপ খোলার পর আলোচনায় আসেন। বাংলাদেশে একজন পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ভারতের পাসপোর্টে দুবাই অবস্থান করছিলেন। সেখানে তার দোকান উদ্বোধনে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দেশের বেশ কিছু তারকা অংশ নেন। 

বিষয়টি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করলে সামনে আসে। পুলিশ হত্যা মামলা নিয়ে এরপরই নড়েচড়ে বসেন আইনশৃঙ্খলা বাহিনী। গত সপ্তাহে আইজিপি জানান, তারা রবিউলকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করেছেন। 

রেড নোটিস জারির খবরের পর থেকেই দুবাইয়ে গা ঢাকা দিয়েছেন আরাভ খান ওরফে রবিউল।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা