× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় দিনদুপুরে ডাকাতি

উদ্ধারের দাবি ৯ কোটি, থানায় গুনে মিলল প্রায় ৪ কোটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ০০:১৯ এএম

ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ। সংগৃহীত ফটো

ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ। সংগৃহীত ফটো

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ডাকাতির ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া ৪টি ট্রাংকের মধ্যে ৩টি ট্রাংক উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। উদ্ধার হওয়া ট্রাংকগুলোতে প্রায় ৯ কোটি টাকা থাকতে পারে বলে দাবি করেছিল সংস্থাটি। পরে ডিএমপির উত্তরা বিভাগের মাধ্যমে নেওয়া হয় তুরাগ থানায়। সেখানে ট্রাংকগুলো খুলে গুনে টাকা পাওয়া গেল মাত্র ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উত্তরা থেকে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ডাকাতি হয়। তাৎক্ষণিকভাবে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে উত্তরা এলাকা থেকে ডাকাতি হওয়া ৪ ট্রাংকের ৩টি উদ্ধারের কথা জানায় ডিবি। তা ছাড়া ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়।

টাকা নিয়ে গড়মিল বিষয়ে জানতে চাইলে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘টাকা ছিনতাইয়ের ঘটনার পর ডিবি পুলিশের একাধিক টিম মাঠে নেমে কাজ শুরু করে। মূল উদ্দেশ্য ছিল টাকাসহ ছিনতাইকারীদের ধরা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চার ট্রাংকের মধ্যে তিন ট্রাংক উদ্ধার করা হয়। ট্রাংক তিনটি উদ্ধারের পরপরই ডিএমপির উত্তরা বিভাগের কাছে হস্তান্তর করেছি।’

তিনি বলেন, ‘আমরা যখন গাড়িসহ উদ্ধার করেছি, তখন ট্রাংকগুলো ছিল লক। চাবি ছিল সিকিউরিটি কোম্পানির কাছে। ট্রাংকগুলো তুরাগ থানায় নিয়ে থানা পুলিশ ও সিকিউরিটি কোম্পানির মালিকদের কাছ থেকে চাবি নিয়ে টাকা গণনা করা হয়। আমরা ট্রাংক উদ্ধার করেছি, কিন্তু টাকা গুণে দেখিনি। গতকাল আনুমানিক সংখ্যা বলা হয়েছিল ৯ কোটি টাকা থাকতে পারে।’

এদিকে ডাকাতির ঘটনায় মামলা করেছেন টাকা বহনকারী প্রতিষ্ঠান মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন। বৃহস্পতিবার রাতে তুরাগ থানায় করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় ১০-১২ জন। 

ডিএমপি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বদরুল হাসান জানান, ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকা বহনকারী প্রতিষ্ঠানের পরিচালক একটি মামলা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা