ঢাকায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৯:৪৭ পিএম
রাজধানী ঢাকায় ঝটিকা মিছিল বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজন (৫৩), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী সরদার (৪৬) ও আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)।
ডিবির বরাদ দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় রাজধানীর টিকাটুলি এলাকা থেকে হুমায়ুন কবীর সুজনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। অপরদিকে একইদিন ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের সদস্যরা। এছাড়াও বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিং এলাকা থেকে গোলাম রাব্বানী সরদারকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। তিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ঘনিষ্ঠ সহযোগী এবং ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবেও পরিচিত।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মাধ্যমে রাজধানীতে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।