ইসরায়েলবিরোধী বিক্ষোভ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ০০:৩০ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫ ০০:৩১ এএম
প্রতীকী ছবি।
দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এই নির্দেশনার পর সিলেটে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দেওয়া এই নির্দেশনায় পুলিশ প্রধান বলেন, ‘‘সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না। তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’
এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, ‘যখন আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন এ ধরনের ন্যক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই স্থানীয় বিনিয়োগকারী। কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী।
সিলেটে আটক ৩
গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেটে বের করা মিছিল শেষে বাটা জুতার শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর পুলিশ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রাজন, সুনামগঞ্জ শহরের হাসন নগরের আরব আলীর ছেলে মোহাম্মদ ইমন ও দ্বীন ইসলামের ছেলে রাকিবুল ইসলাম।
কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন, হামলা-ভাংচুরের ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। রাতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।