সাভার প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৯:১৩ পিএম
ছবি : সংগৃহীত
কয়েকদিনের ব্যবধানে সাভারে একইস্থানে ফের চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রবিবার (২ মার্চ) ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক কলোনি একালায় যাত্রীবাহী রাজধানী বাসে এ ডাকাতির ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে ঢাকাগামী সাভারের ব্যাংক কলোনিতে ফাঁকা জায়গায় রাজধানী পরিবহন নামের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
বাসে থাকা মিঠু শিকদার নামের এক যাত্রী বলেন, ‘দুপুরে সাভারের সিএমবি বাসস্ট্যান্ড থেকে ঢাকার মিরপুরের দিকে যাচ্ছিলাম। এ সময় ব্যাংক কলোনির একটি নির্জন স্থানে থামিয়ে ৭ থেকে ৮ জন ডাকাত ছুরি ও সুইচগিয়ার দেখিয়ে বাসে থাকা যাত্রীদের জিম্মি করে। পরে সামনে থাকা যাত্রীদের টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তবে কাউকে আঘাত করেনি, শুধু ভয় দেখিয়েছে।’
সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘আমরা ঘটনার পর বাস সনাক্ত করেছি। একজন ভুক্তভোগীর অভিযোগ আমরা পেয়েছি। বর্তমানে বাস মিরপুরে রয়েছে। বাস এলে চালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি জানা যাবে।’
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ব্যাংক টাউন এলাকায় ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।