খুলনা অফিস
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৫ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম
গ্রেপ্তার চার সন্ত্রাসী। ছবি: সংগৃহীত
খুলনায় ১৪ মামলার আসামিসহ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সাকিবুর রহমান জিতু, জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন ও সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চার শীর্ষ সন্ত্রাসী জিতু, শাওন, জাহাঙ্গীর ও উজ্জ্বল শেখকে সংগীতা সিনেমা হল এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জিতুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ ১৪টি মামলা রয়েছে। অপর তিনজনের নামেও নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’