× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুড়ীতে ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৯ পিএম

জুড়ীতে বিজিবির অভিযানে আটক ভারতীয় নাগরিক। ছবি : প্রবা

জুড়ীতে বিজিবির অভিযানে আটক ভারতীয় নাগরিক। ছবি : প্রবা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। রাহুল উদ্দিন নামের ওই ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর ৫ নম্বর গ্রামের গয়েস মিয়ার ছেলে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমদের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

বিজিবি সূত্র জানায়, ফুলতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২-এস থেকে আনুমানিক একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী রাজু আহমেদের বাড়িতে এক ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করে আত্মগোপনে থাকার খবর মেলে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযানকালে বাড়ির মালিক রাজু আহমেদ পালিয়ে যান।

লে. কর্নেল মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, ভারতীয় নাগরিক মো. রাহুল উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে জুড়ী থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা