প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ২২:৪৯ পিএম
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের একাধিক শাখায় ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ইসলামী ব্যাংকের ২৩ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুদক জানায়, গত রবিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক এ সংক্রান্তে চিঠি পাঠানো হয়েছে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, নির্ধারিত তারিখ ও সময়ে মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ তলব করা ব্যক্তিদের হাজির হয়ে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে। দুদকের চিঠিতে ২৩ কর্মকর্তাকে পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবিসহ অন্যান্য তথ্য জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই সময়ের মধ্যে তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়।
তিনি জানান, উল্লেখিত সময়ে মধ্যে তারা হাজির হয়ে বক্তব্য না দিলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে দুদক।
ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তাকে দুদক তলব করেছে, তাঁরা হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী ও ওমর ফারুক খান; উপব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, এ এ এম হাবিবুর রহমান, হাসনে আলম, আবদুল জাব্বার, সিদ্দিকুর রহমান, কাজী মো. রেজাউল করীম, মিফতাহ উদ্দিন, এ এফ এম কামালুদ্দিন, মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও জে কিউ এম হাবিবুল্লাহ।
অন্যরা হলেন ইসলামী ব্যাংকের মনিটরিং বিভাগের প্রধান এসভিপি খালেকুজ্জামান, একই বিভাগের এসএভিপি মোহম্মদ নজরুল ইসলাম, বিনিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ সাব্বির, রফিকুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আলী, ফরিদ উদ্দিন, সাইদ উল্লাহ, আবু সৈয়দ মোহম্মদ ইদ্রিস, আলতাফ হোসাইন ও গিয়াস উদ্দিন কাদের।
দুদক সূত্র জানায়, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে নিয়ম না মেনে ইসলামী ব্যাংকের চাকতাই শাখার গ্রাহক মুরাদ এন্টারপ্রাইজের মালিক মো. গোলাম সরওয়ার চৌধুরী, জুবিলী রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী ও খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসের মালিক মো. আরিফুল ইসলাম চৌধুরীকে ৩ হাজার ২০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়। এ ক্ষেত্রে ঋণ প্রস্তাব, সুপারিশ, অনুমোদন, বিতরণ, পরিদর্শন ও মনিটরিংয়ের সঙ্গে জড়িত ২৩ কর্মকর্তার ভূমিকা জানতে তাদের তলব করেছে দুদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম সরওয়ার চৌধুরী আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের খালাতো বোনের ছেলে।