ঋণ খেলাপি মামলা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৯:৩৪ পিএম
এবি ব্যাংকের করা ঋণ খেলাপি মামলায় হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন। একই আদেশে আদালত তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘বিবাদীরা দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন বিবাদীর বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি আটাকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।’
গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়া তিন পরিচালক হলেন- ইয়াকুব আলী, মো. ইয়াছিন আলী ও তানভীর হাবিব। বিবাদীদের কাছে এবি ব্যাংকের পাওনা ৩৯ কোটি ১৭ লাখ টাকা।
আদালত সূত্রে জানা যায়, বিবাদীরা নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠান সিয়াম’স সুপারিয়র লিমিটেডের নামে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০২৩ সালে এবি ব্যাংক তাদের বিরুদ্ধে অর্থঋণ মামলা করেন। ওই মামলায় চলতি বছরের ৪ মার্চ আদালত ডিক্রি জারি করেন। আদালত ডিক্রিকৃত টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধ করার নির্দেশনা প্রদান করলেও তারা পরিশোধ করেননি। পরে এই ঘটনায় গত ৬ জুন ব্যাংক কর্তৃপক্ষ বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ জারি মামলা করেন। ঋণের বিপরীতে বিবাদীদের কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি বন্ধক না থাকায় সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে আবেদন করেন।