× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নেতা-নেত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২০:৪৪ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ২১:৩৫ পিএম

শহীদুর রহমান শহীদ ওরফে ভিপি শহীদ ও তার স্ত্রী নার্গিস আক্তার। ফাইল ফটো

শহীদুর রহমান শহীদ ওরফে ভিপি শহীদ ও তার স্ত্রী নার্গিস আক্তার। ফাইল ফটো

সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩০ লাখ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ ওরফে ভিপি শহীদ ও তার স্ত্রী নার্গিস আক্তারের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের দুজনের নামে ৩ কোটি ৪৮ লাখ ২৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।

গত মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা ১) মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন।

শহীদুর রহমান ওরফে ভিপি শহীদ সম্পর্কে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ভাগ্নে।

এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণী যাচাইকালে শহীদুর রহমানের আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, ২০১৯-২০ ও ২০২০-২১ করবর্ষে তার ব্যয়সহ অর্জিত সম্পদের পরিমাণ ২ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৮৬৫ টাকা। আর আয় অপেক্ষা অতিরিক্ত সম্পদ পাওয়া যায় ৫৫ লাখ ৭২ হাজার ৩৬৯ টাকা। অন্যদিকে নার্গিস আক্তারের বিরুদ্ধে স্বামীর অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার ৯২১ টাকার সম্পদ অর্জন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৭৮ হাজার ৭৬৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘দুদকে মামলার বিষয়টি আমাদের নজরে এসেছে। যেহেতু তারা এখনও দোষী নয়, বিষয়টি আইনিভাবে মোকাবিলা করার সুযোগ রয়েছে। যদি তারা দোষী প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মো. শহীদুর রহমান বলেন, ‘দুর্নীতি দমন কমিশন থেকে আমার সম্পদ নিয়ে যে তদন্ত করা হয়েছে তা সঠিক নয়। আমি বিষয়টি আইনিভাবে মোকাবিলা করব।’ 

তিনি বলেন, ‘আমি কোনো দুর্নীতি করিনি, রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

অপরদিকে নার্গিস আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা