শ্রীপুর উপজেলা নির্বাচন
শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ২৩:১৩ পিএম
গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয় ও আব্দুল জলিল।
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠে সবচেয়ে বেশি সরব রয়েছেন ঘোড়া প্রতীকের জামিল হাসান দুর্জয় এবং আনারস প্রতীকের আব্দুল জলিল। সব কিছু ছাপিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দুর্জন। ভোটারদের মধ্যে গুঞ্জন রয়েছে– দুর্জয় বিজয়ের দ্বারপ্রান্তে আছেন। এই উপজেলার আগামী দিনের কাণ্ডারি হিসেবে তাকেই বেছে নিবেন ভোটাররা।
ষষ্ঠ উপজেলা নির্বানের দ্বিতীয় ধাপে হতে যাচ্ছে শ্রীপুর উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ১৪৮টি ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।
এই উপজেলায় চেয়ারম্যান পদে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শামীম।
জামিল হাসান দুর্জয় জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসির বড় ভাই। তার বাবা সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত রহমত আলী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং গাজীপুর-৩ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
দুর্জয়ের শক্ত প্রতিদ্বন্দ্বি আব্দুল জলিল জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের একাধিকবারের নির্বাচতি চেয়ারম্যান।
স্থানীয় সূত্র জানায়, এবারের নির্বাচনী প্রচারে জলিলের সঙ্গে শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান এবং মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন একাধিকবার নেতৃত্ব পরিবর্তন করায় সাধারাণ ভোটার, দলীয় নেতাকর্মী এবং স্থানীয়দের কাছে অনেকটাই হারিয়েছেন জনপ্রিয়তা। এতে করে আব্দুল জলিলের ভোট ব্যাংক কমে গেছে বলে সাধারণ ভোটারদের অভিমত।
উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী প্রচার-প্রচারণা ও গণসংযোগে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। তবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরজমিন গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ উপজেলায় মূল লড়াই হবে ঘোড়া এবং আনারস প্রতীকের প্রার্থীর মধ্যেই। যেহেতু তরুণ ও নারী ভোটারদের কাছে বেশি জনপ্রিয় অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় সেহেতু নির্বাচনে চমক দেখাতে পারেন তিনিই।
শিল্প অধ্যুষিত শ্রীপুর উপজেলা জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের দেওয়া নানা প্রতিশ্রুতির বড় অংশ জুড়ে থাকে ভাওয়ালের বনরক্ষা ও পর্যটনের বিকাশের কথা। তফসিল ঘোষণার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে অবকাঠামোগত উন্নয়নের নানা প্রতিশ্রুরিত জানান দিচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। তবে এখানে নির্বাচন থেকে দূরে আছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। জাতীয় নির্বাচনের মতো এ নির্বাচনও বয়কট জানিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছেন তারা।
ভোটাররা বলছেন, প্রার্থীদের সবাই আওয়ামী লীগের। তাদের মধ্যে কোনো প্রার্থীকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে বেশি ভূমিকা রাখতে পারবেন সেদিকটাতেও নজর রাখছেন ভোটেরদের একটি অংশ। এবার দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নিষেধ থাকায় স্থানীয় সাংসদকেও কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় দেখা যায়নি।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ বলেন, উপজেলার একটি পৌরসভা ও একটি ইউপির চেয়ারম্যান ছাড়া অধিকাংশ নেতাকর্মী গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের পক্ষে প্রকাশ্যেই মাঠে কাজ করছেন। তার পক্ষে জোয়ার উঠেছে, তিনি অনেক ভোটে বিজয়ী হবেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকবর্তা (ওসি) আকবর আলী খান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে ১৪৮টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে।