দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ২০ মে ২০২৪ ২২:৫০ পিএম
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২০ মে) উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েও এলাকার জনগণের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সার্বিক খোঁজখবর নেন। গাওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর মরা মার্কেট থেকে আদমপুর রাস্তায় ইসমাইলের বাড়ির পাশে খালের ওপর ১৫ মিটার দীর্ঘ এই সেতু নির্মিত হবে। সেতুটির নির্মাণকাজ শেষ হলে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বেগ, সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, যুবলীগ নেতা রায়হান, মহিউদ্দিন আল জিহাদ, ছাত্রলীগ নেতা ইবনে মাসুদ, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ লিজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।