চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৩:৩৫ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১৯:১৯ পিএম
রবিবার বিকালে চন্দনাইশ সদর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জসীম উদ্দীন আহমেদের নির্বাচনী প্রচারণায় গাড়ি ভাঙচুর এবং সমর্থকদের ওপর হামলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) বিকালে চন্দনাইশ সদর মোড়ে এ মানববন্ধন করা হয়।
শিক্ষক প্রকৃতি রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর আহমদ চৌধুরী, প্রসেনজিৎ বড়ুয়া, অমর চৌধুরী, সুমন বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, মো. ওসমান, হেলাল উদ্দীন চৌধুরী, অমর বড়ুয়া, বিলাস বড়ুয়া, অনিক বড়ুয়া, প্রান্ত বড়ুয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জসীম উদ্দীন আহমেদের সমর্থক নিবু বড়ুয়ার ওপর হামলা ও গাড়ি ভাংচুর হয়। এ ঘটনায় জড়িত মো. মামুনুর রশিদ মামুনসহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এদিকে, গত শনিবার সন্ধ্যায় সংঘটিত এই হামলা ও ভাঙচুরের ঘটনায় চন্দনাইশ থানায় মামলা করেছেন হামলার শিকার নিবু বড়ুয়া। এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিবু বড়ুয়া গাড়ি নিয়ে মোটরসাইকেল প্রতীকের পক্ষে হাশিমপুর বড়ুয়া পাড়া নির্বাচনী প্রচারণা শেষে সাতবাড়িয়া বড়ুয়া পাড়ায় রওনা করে। পথিমধ্যে খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘোড়া প্রতীক প্রার্থীর সমর্থক মো. মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে গাড়ির গতিরোধ করে এ হামলা চালায়। এ সময় ৪টি মোটরসাইকেল ও ১টি অটোরিকশায় ১৫/১৬ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালায় এবং নিবু বড়ুয়াকে কিল-ঘুষি মারতে থাকে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মো. মামুনুর রশিদ মামুন তার হাতে থাকা ধারাল ছুরি নিবু বড়ুয়ার গলায় ধরে বলেন ‘তুই আজকে থেকে মোটরসাইকেল প্রার্থী জসিমের পক্ষে যদি প্রচারণা করস, তাহলে তোর পরিবারের সকল সদস্যসহ বাড়ি জ্বালিয়ে দিয়ে হত্যা করব এবং এই ঘটনার বিষয়টি যদি জসিম এবং থানা পুলিশকে বলস তাহলে আজকে রাতে তোদেরকে গুলি করে মেরে ফেলব।’
একপর্যায়ে নিবু বড়ুয়াকে শার্টের কলার ধরে টেনে-হিচড়ে গাড়ি থেকে নামিয়ে লাঠি ও হকস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং সাথে থাকা ব্যক্তিদের চড়-থাপ্পড় দিয়ে এ ঘটনার সাক্ষী না দেওয়ার জন্য হুমকি প্রদান করে। যাওয়ার সময় শার্টের পকেট ছিড়ে নগদ ২ হাজার ৫০০ টাকা নিয়ে যায়।
এ বিষয়ে জানতে ঘোড়া প্রতীক প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিন আহমেদ বলেন, ‘আমার সমর্থক নিবু বড়ুয়ার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকরা। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’