× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বম জনগোষ্ঠী মানেই কেএনএফ নয়’

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৪ ২০:০১ পিএম

আপডেট : ১৯ মে ২০২৪ ২০:৩৬ পিএম

রবিবার বিকালে বান্দরবান উজানীপাড়া এলাকায় কেএনএফের বিরুদ্ধে মানববন্ধন করেন বম সম্প্রদায়ের সাধারণ জনগোষ্ঠীর মানুষ। প্রবা ফটো

রবিবার বিকালে বান্দরবান উজানীপাড়া এলাকায় কেএনএফের বিরুদ্ধে মানববন্ধন করেন বম সম্প্রদায়ের সাধারণ জনগোষ্ঠীর মানুষ। প্রবা ফটো

বান্দরবানের রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটের ঘটনার প্রতিবাদে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বম জনগোষ্ঠী। 

রবিবার (১৯ মে) বিকাল ৪টার দিকে বান্দরবানের উজানী পাড়া এলাকায় সাধারণ বম জনগোষ্ঠীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে অংশ নেয় বম জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি ও সরকারি  অস্ত্র লুটের ঘটনায় শান্তিপ্রিয় ও পরিচ্ছন্ন জনগোষ্ঠীটিকে আজ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। কেএনএফের কারণে সাধারণ বম জনগোষ্ঠীকে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। তাই ব্যাংক ডাকাতি, সরকারি অস্ত্র লুটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ছাড়া নিরপেক্ষ ও সঠিক তদন্ত সাপেক্ষে চিহ্নিত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তবে নিরপরাধ ও নিরীহ মানুষ যেন শাস্তিভোগ না করে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়।

বম নারী সংগঠনের নেত্রী ঙুন চুয়ান বম বলেন, ‘বান্দরবানে কেএনএফের সন্ত্রাসী সংগঠনের কারণে আজ পূর্বপুরুষের পরিচয় বহনকারী নিজের আইডি কার্ড লুকিয়ে রাখতে হয়। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। কেএনএফ তুমি দুর্জন, তুমি পরিত্যাজ্য। পথভ্রষ্ট ও বিপথগামী কিছু সংখ্যক কেএনএফ সদস্যের কারণে সব বম জনগোষ্ঠী দোষী হতে পারে না। শিক্ষা আমাদের অদৃশ্য চালিকাশক্তি। কেএনএফের কারণে সেই শক্তি আজ সংকটাপন্ন।’

বম জনগোষ্ঠীর প্রতিনিধি লালপ্যাক থার বম বলেন, ‘কেএনএফ মানে বম নয়, বম মানেই কেএনএফ নয়’। এই কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হোতে হচ্ছে। তাদের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা এখন ভয়ে নিজ বাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিচ্ছে। পাশাপাশি শিক্ষা কার্যক্রম থেকে ব্যাহত হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা