দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪ ২০:৩২ পিএম
প্রতীকী ছবি।
দিনাজপুরে এক যুবকের দেশীয় অস্ত্রের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃদ্ধকে রক্ষায় এগিয়ে এসে আহত হয় প্রতিবেশী আরও এক যুবক। এঘটনায় ওই ঘাতককে গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
শুক্রবার (১৭ মে) বিকাল ৪টায় দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর মুশোহরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ গনেশ দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের উত্তর জয়দেবপুর মুশোহরপাড়ার মৃত আতোয়ারীর ছেলে। আহত শরস একই এলাকার পরসাদুর ছেলে। ঘাতক বিকাশ ওই এলাকার মেহের চাঁদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ওসিয়ার মিয়া বলেন, ‘ক্ষেতে কাজ শেষে বিকালে বাড়ি ফিরছিলাম। এসময় দেখি, বিকাশ একটা হাসুয়া দিয়ে গণেশকে কোপাচ্ছে। প্রতিবেশী শরস গণেশকে বাঁচাতে গেলে তাকেও কোপাইছে। এঘটনায় এলাকাবাসী বিকাশকে গণপিটুনি দেয়। পুলিশ এসে আহত দুইজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় বিকাশ মারা যায়। শুনেছি এর আগে কোনো এক বিষয় নিয়ে বিকাশের সঙ্গে গণেশের কথা কাটাকাটি হয়েছিল।’
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, বিকাশ মানষিক ভারসাম্যহীন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।