× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পতেঙ্গা সি-বিচকে কক্সবাজারের আদলে করতে কমিটি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৮:৪০ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ২০:১২ পিএম

পতেঙ্গা সি-বিচকে কক্সবাজারের আদলে করতে কমিটি

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতকে কক্সবাজারের আদলে গড়ে তোলার বিষয়ে পরিকল্পনা করছে চট্টগ্রাম বিচ ম্যানেজমেন্ট কমিটি। এই লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ মে ) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় ১৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য একটি উপকমিটিও গঠন করা হয়েছে।

সভায় চট্টগ্রামের পতেঙ্গা, পারকিসহ সব সমুদ্রসৈকতের সুষ্ঠু ব্যবস্থাপনা, পর্যটন উন্নয়ন ও সংশ্লিষ্ট কার্যাবলি সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। সভায় কমিটির সদস্যরা ছাড়াও জনপ্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী নেতারা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সমুদ্রসৈকতের নিরাপত্তা, শৃঙ্খলা এবং পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা বাড়ানো, অবকাঠামো নির্মাণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির প্রস্তাব করে বক্তব্য দেন কমিটির সদস্যরা। তারা পতেঙ্গা সমুদ্রসৈকতকে কক্সবাজার সমুদ্রসৈকতের আদলে গড়ে তোলার বিষয়ে মতামত দেন। বিস্তারিত আলোচনা শেষে ১৬টি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- বিচসংশ্লিষ্ট এলাকায় পর্যটকদের সুবিধাসংবলিত অবকাঠামো নির্মাণ, বিচ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, সমুদ্রসৈকতের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করা ইত্যাদি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা