পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৫:০২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১৫:৪৪ পিএম
বৃহস্পতিবার উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের মন্ডল পাড়া এলাকায় মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ। প্রবা ফটো
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক্সকেভেটর (মাটি খনন কাজে ব্যবহৃত যন্ত্র) উল্টে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের মন্ডল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক রিফাত ইসলামের বাড়ি উপজেলার শালডাংগা ইউনিয়নের ছত্র শিকারপুর এলাকায়। তিনি ওই এলাকার বারেক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা উপজেলার সাকোয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৪টার দিকে একটি লোডারে (বড় আকারের ট্রাক্টর) করে এক্সকেভেটরটি দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের নগরপাড়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ইউনিয়নের মন্ডল পাড়া এলাকায় পৌঁছালে লোডারটি কাঁচা রাস্তায় আটকে যায়। এ সময় চালক রিফাত তার গাড়িটিকে সড়কে নামানোর চেষ্টা করেন। হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারালে এক্সকেভেটরটি উল্টে সড়কের ধারে পড়ে যায়। গাড়ির ভেতরই রিফাতের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে ছুটে যায়। পরে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক রানা বলেন, মরদেহ উদ্ধার করে সুরহতাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পরে লোডারের চালক পালিয়ে গেছেন। আমরা দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।