× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ২৩:৩০ পিএম

নড়াইলের মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল। প্রবা ফটো

নড়াইলের মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল। প্রবা ফটো

নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১০ মে) রাত ১১টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদী প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় উপজেলার মঙ্গল হাটা গ্রামে মোস্তফা কামালকে গুলি করে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মল্লিকপুরের সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন লিপুর সঙ্গে মোস্তফা কামালের বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে বাড়ির পাশে ঘরোয়া বৈঠকের সময় মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী বলেন, মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা