× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুট করা ১৪ অস্ত্র ফেরত দেওয়ার আহ্বান বম সোস্যাল কাউন্সিলের

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ২১:১২ পিএম

আপডেট : ১০ মে ২০২৪ ২১:৪৫ পিএম

শুক্রবার এক ভিডিও বার্তায় লুট করে নিয়ে যাওয়া ১৪টি অস্ত্র ফেরত দিতে কেএনএফের প্রতি আহ্বান জানান বম সোস্যাল কাউন্সিলের সভাপতি রেভা. লালজার লম বম। ছবি : ভিডিও থেকে নেওয়া

শুক্রবার এক ভিডিও বার্তায় লুট করে নিয়ে যাওয়া ১৪টি অস্ত্র ফেরত দিতে কেএনএফের প্রতি আহ্বান জানান বম সোস্যাল কাউন্সিলের সভাপতি রেভা. লালজার লম বম। ছবি : ভিডিও থেকে নেওয়া

বান্দরবানে কেএনএফ কর্তৃক লুট করে নিয়ে যাওয়া ১৪টি অস্ত্র ফেরত দিতে আহ্বান জানিয়েছেন বম সোস্যাল কাউন্সিলের নেতৃবৃন্দ। শুক্রবার (১০ মে) এক ভিডিও বার্তায় বম সমাজের নেতৃবৃন্দ এই আহ্বান জানান। ভিডিওটি সম্পূর্ণ বম ভাষায়।

ভিডিও বার্তায় বম সোস্যাল কাউন্সিলের সভাপতি রেভা. লালজার লম বম বলেন, ‘সাম্প্রতিক সময়ে কেএনএফ/কেএনএ সংগঠনের সঙ্গে সরকারের যে সমস্যা তৈরি হয়েছে সেটি আজকের ঘটনা নয়। এটি গত ২০২২ সাল থেকে শুরু হয়েছে। তখন আমরা এ কমিটির দায়িত্বে ছিলাম না। গেল ২-৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনা এবং তার পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে আজ বম গ্রামগুলোতে শিশু ও বৃদ্ধ ছাড়া সকলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রাণ বাঁচাতে মৃত্যুভয় থেকে অনেক বম সম্প্রদায়ের মানুষজন দেশের বাইরে পালিয়ে গেছে।’

তিনি বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে পাহাড়ে বসবাসকারী বম সম্প্রদায়ের মানুষের মধ্যে চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। আম, আনারস ফলমূল বিক্রি করে যেখানে কোটি টাকা পাওয়ার কথা সেখানে বম সম্প্রদায়ের মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। পাহাড়ে এখন জুম চাষের মৌসুম। জুমে বা কাজে গেলে কখন তাদের গায়ে গুলি লাগবে এই ভয়ে কেউ জুমের কাজে যেতে পারছে না। অনেকে বনে জঙ্গলে পালিয়ে থেকে খাবার না পেয়ে কলা গাছ খেয়ে দিনাতিপাত করছে। বম সমাজ আজ যে চরম দুর্বিষহ দিনাতিপাত করতে বাধ্য হচ্ছে তা সরকারের ভাষ্য মতে ১৪টি অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে এমনটি হয়েছে।’

লালজার লম বম বলেন, ‘সরকারের অনুরোধে বা নির্দেশনায় আমরা এখানে সমবেত হতে আসিনি। বরং সাধারণ বম সমাজের মানুষদের আহ্বানে ও অনুরোধে সাধারণ মানুষের চাওয়ার পরিপ্রেক্ষিতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। সকল বম সম্প্রদায়ের মানুষের একমাত্র দাবি এই, ব্যাংক ডাকাতির সময়ে লুট করে নেওয়া দেশরক্ষাবাহিনীদের অস্ত্রসমূহ যত দ্রুত সম্ভব যেন ফেরত দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের যেন অতীতের মত পুণরায় সুসম্পর্ক গড়ে ওঠে এই জন্য সকল বম সম্প্রদায় মানুষদের পক্ষ থেকে অনুরোধ করছি, লুট করে নেওয়া সরকারে ১৪টি অস্ত্র ফেরত দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই।’

ভিডিও বার্তা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন, বম সোস্যাল কাউন্সিলের, সাধারণ সম্পাদক লাল থাং জুয়াল বম বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম, রুমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাং খাম লিয়ান বমসহ বম সোস্যাল কাউন্সিলের দশ থেকে পনেরো জন নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা