চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ মে ২০২৪ ১৯:২৭ পিএম
আপডেট : ১০ মে ২০২৪ ১৯:৩১ পিএম
র্যাব হেফাজতে গ্রেপ্তার আসামি রমজান আলী বাপ্পী। প্রবা ফটো
চট্টগ্রামে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রমজান আলী বাপ্পী নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাপ্পী ৯ বছর ধরে নাম-পরিচয় বদলে মহানগরের ওয়াসা এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে র্যাব। এর আগে ২০১৪ সালে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় করা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তার।
শুক্রবার (১০ মে) র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রমজান আলী বাপ্পী গ্রেপ্তার এড়াতে ছদ্মনামে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ওয়াসার মোড় এলাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।