টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪ ১৭:৫০ পিএম
আপডেট : ১০ মে ২০২৪ ১৭:৫৩ পিএম
শুক্রবার সকালে উপজেলার বারাপুষা গ্রামের একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রবা ফটো
টাঙ্গাইলের নাগরপুরে ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) সকালে উপজেলার বারাপুষা গ্রামে থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত অঞ্জনা বেগম উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অঞ্জনা তার বাবার বাড়ি যাবে বলে বের হন। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা তার মরদেহ ধানক্ষেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধারকৃত মরদেহটির শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।