× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হতাশা থেকে মাদকে জড়িয়ে পড়া মোটেও ঠিক নয়’

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ০৯ মে ২০২৪ ২৩:২৪ পিএম

‘হতাশা থেকে মাদকে জড়িয়ে পড়া মোটেও ঠিক নয়’

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেছেন, ‘ইদানিং হতাশা থেকে অনেকে মাদকাসক্ত হয়ে পড়ছে। কোনো কাজে সফলতা না পেলেও অনেকে মাদকে জড়িয়ে পড়ে- এগুলো মোটেও ঠিক নয়। সুন্দর জীবন গড়তে হলে সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে চাইলে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।’

বৃহস্পতিবার (৯ মে) খাগড়াছড়ি সরকারি কলেজের হলরুমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি- এই প্রতিপাদ্য নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে এ সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে সবাইকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক সহিদুজ্জামান। 

এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সরাফত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘মাদক শুধুমাত্র রাষ্ট্রের জন্য নয়- পরিবার, সমাজ সবার জন্য ক্ষতিকর। সুন্দর পরিবার ও সমাজ বিনির্মাণের জন্য তাই মাদক থেকে দূরে থাকা জরুরী।’

অতিথি হিসেবে আলোচনায় আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক এ. কে. এম দিদারুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ প্রমুখ। 

অতিথিরা তাদের বক্তব্যে মাদকের পাশাপাশি মোবাইল ফোনের ভয়াবহতা নিয়েও কথা বলেন। তারা বলেন, মাদকের মতো মোবাইল ফোনের প্রতিও শিক্ষার্থীরা আসক্ত হচ্ছে। দিনদিন এ আসক্তি বাড়ছে। তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা