× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা পরিষদ নির্বাচন

বগুড়ায় সিল দেওয়া ৯০০ ব্যালট উদ্ধার, এজেন্টের জেল

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ মে ২০২৪ ২০:৫৯ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ২১:৩৮ পিএম

পুলিশের হেফাজতে দণ্ডিত এমদাদ আলী। প্রবা ফটো

পুলিশের হেফাজতে দণ্ডিত এমদাদ আলী। প্রবা ফটো

বগুড়ার গাবতলীতে জাল ভোট দেওয়ার অভিযোগে আনারস প্রতীকের প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের এজেন্টকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ মে) বিকালে গাবতলী থানায় আদালত বসিয়ে এ রায় দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা। 

দণ্ডিত এমদাদ আলী রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস প্রতীকের এজেন্ট ছিলেন। 

গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটগ্রহণের সময় দুপুর ১২টার দিকে মাঝপাড়া কুসুমকলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আনারস প্রতীক প্রার্থীর এজেন্ট এমদাদকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও আনারস প্রতীকে সিল দেওয়া ৯০০টি ব্যালট জব্দ করা হয়। সঙ্গে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান আলীকেও আটক করে পুলিশ। হাতেনাতে গ্রেপ্তারের পর প্রায় ৩০০টি জাল ভোট বাক্সে ফেলানোর অভিযোগ স্বীকার করেন ওই প্রিসাইডিং কর্মকর্তা।

তিনি আরও জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে আটক প্রিসাইডিং অফিসার শাহজাহান ও এমদাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে। এ ছাড়াও এমদাদের কাছ থেকে সিল দেওয়া ব্যালট পাওয়ায় বিচারক এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা