× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটকেন্দ্রে দফায় দফায় ভিমরুলের আক্রমণ, আহত ৩৫

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৭:৫৭ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১৯:১৮ পিএম

বুধবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ভোটকেন্দ্রে ভিমরুলের আক্রমণে পুলিশসহ আহত ৩৫। প্রবা ফটো

বুধবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ভোটকেন্দ্রে ভিমরুলের আক্রমণে পুলিশসহ আহত ৩৫। প্রবা ফটো

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি ভোটকেন্দ্রে দফায় দফায় ভিমরুলের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কেন্দ্রে উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ আশপাশের এলাকার মানুষ। এ সময় ভিমরুলের আক্রমণে মহিলা-পুরুষসহ প্রায় ৩৫ জন আহত হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে দুই দফায় উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম দফায় দুপুর ১টার দিকে মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ দিক থেকে একঝাঁক ভিমরুল কেন্দ্রে ভোট দিতে আসা নারী-পুরুষসহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের আক্রমণ করে। হঠাৎ এমন আক্রমণে সবাই দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে। মুহূর্তে ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়। অনেকেই খড় জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে আত্মরক্ষা করে। প্রায় ২০ মিনিট পর ভিমরুলের ঝাঁক অন্যত্র চলে গেলে আহতদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, দ্বিতীয় দফায় দুপুর ২টা ৩০ মিনিটে ভিমরুলের ঝাঁক ভোটকেন্দ্রে আক্রমণ চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়।

ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের এসআই (নিরস্ত্র) আবু তাহের জানান,‌ ভিমরুলের আক্রমণে চার পুলিশ সদস্য ও দুজন আনসার সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুজন পুলিশ সদস্যের অবস্থা বেশ খারাপ হলেও তারা দায়িত্ব পালন করেছেন।

মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মামুন সরকার জানান, ভিমরুলের আক্রমণে তার কেন্দ্রে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এদের মধ্যে পুলিশের চারজন, আনসার সদস্য দুজন ও স্থানীয় দুজন‌ শিশুসহ ১৭ জন আহত হয়েছে। এ ঘটনায় ছানোয়ার ও ছলিমুল্লাহ নামে দুজনের অবস্থা গুরুতর। এই দুজনসহ মোট ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, সাময়িকভাবে ভোটকেন্দ্রে কিছুটা অসুবিধা হলেও কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

তারা হলেনবর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ হীরা (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন (দোয়াত-কলম), সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান রনি (আনারস) এবং সাবেক ছাত্রলীগ নেতা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আজিজুল ইসলাম (হেলিকপ্টার)।

মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৩। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৪৩ জন ও পুরুষ ভোটার ১ হাজার ১০ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা