× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা পরিষদ নির্বাচন

ফুলছড়িতে কারচুপির অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১৬:২৫ পিএম

নির্বাচন বর্জনের ঘোষণা দেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ। প্রবা ফটো

নির্বাচন বর্জনের ঘোষণা দেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজ। প্রবা ফটো

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) জিএম সেলিম পারভেজ। তিনি ফুলছড়ি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

বুধবার (৮ মে) দুপুর ১টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একডেমি কেন্দ্রে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘স্থানীয় এমপি ভোটগ্রহণ কর্মকর্তাদের ডেকে নিয়ে তার মনোনীত প্রার্থীকে জয়ী করতে নানা প্রলোভন দেখিয়েছেন এবং টাকা দিয়েছেন। সকাল থেকে এমপির নির্দেশে তার লোকজন আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। একই সঙ্গে তার মনোনীত মোটরসাইকেল প্রতীকে সিল মেরে নেওয়া হচ্ছে। অথচ এসব দেখেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন। আমি প্রশাসনকে বারবার বলেও কোনো সহযোগিতা পাইনি। এ কারণে এ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।’

চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব বলেন, ‘প্রার্থীর ভোট বর্জনের ঘোষণার বিষয়টি তার একান্ত ব্যক্তিগত। এমন ঘোষণায় ভোটে কোনো প্রভাব পড়বে না। ভোটগ্রহণ নিয়ম অনুযায়ী চলছে এবং বিকাল ৪টা পর্যন্ত চলবে। 

এর আগে, সকাল ৮টায় উপজেলার ৭টি ইউনিয়নের ৬০টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলাকালে দুপুর ২টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে চরাঞ্চলসহ প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে জিএম সেলিম পারভেজ (ঘোড়া) ও আবু সাঈদ (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪০ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা