× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু, উপস্থিতি কম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ১০:২২ এএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১০:৪৬ এএম

গাজীপুর সদর উপজেলার জানাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। প্রবা ফটো

গাজীপুর সদর উপজেলার জানাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। প্রবা ফটো

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গাজীপুর সদর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা পরিষদে ভোট নেওয়া হচ্ছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোররাত থেকে বৃষ্টির কারণে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম।

গাজীপুর সদর উপজেলার জানাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচিকাঁচা একাডেমিসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে ভোটারের আনাগোনা চোখে পড়েনি। কয়েকটি কেন্দ্র ভোটারশূন্য দেখা গেছে। প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে গড়ে ১৫ থেকে ২০টি। তবে বেলা বাড়লে ভোটার আসবে বলে আশা প্রার্থীদের।


ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকালে দেখা গেছে, কেন্দ্রটির সামনে প্রার্থীদের অল্প কিছু লোকজনের আনাগোনা। কেন্দ্রের ভেতরে প্রবেশ করে দেখা গেছে পুলিশ আর আনসার সদস্য ছাড়া কেউ নেই। ওই কেন্দ্রে বুথ রয়েছে ১০টি। প্রথম ভোট শুরুর আধা ঘণ্টায় ভোট পড়েছে মাত্র চারটি।


গাজীপুরের জানাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবির মাহমুদ বলেন, ‘সকালে বৃষ্টি হওয়ায় ভোটারের উপস্থিতি কম ছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। সকাল ৯টা পর্যন্ত ছয়টি বুথে ২৫টি ভোট পড়েছে।’


গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে।’


চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর সদর উপজেলায় মোট কেন্দ্র ৪৯টি। ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫৩৫ জন। পুরুষ ৬৭ হাজার ১০২, নারী ৬৭ হাজার ৩৩ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৫১৯ জন। পুরুষ ১ লাখ ৫৭ হাজার ৬১৭, নারী ১ লাখ ৫৭ হাজার ৯০২ জন। মোট কেন্দ্র ১১৯টি।


কালীগঞ্জ উপজেলার সাত ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। পুরুষ ১ লাখ ২৩ হাজার ৮৩৬, নারী ১ লাখ ২০ হাজার ২৪ জন। মোট কেন্দ্র ৯০টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা