× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

ময়মনসিংহে তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ০৯:৫৬ এএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১০:৫৩ এএম

ফুলপুর উপজেলার সঞ্চুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। প্রবা ফটো

ফুলপুর উপজেলার সঞ্চুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। প্রবা ফটো

ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল পর্যন্ত। তিন উপজেলার ৭ লাখ  ৪৫ হাজার ৪৬৭ জন ভোটার মোট ২৩৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সকাল থেকে ফুলপুর উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটার জড়ো হলেও নারী ভোটারের তেমন উপস্থিতি নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসাররা।

ফুলপুরের ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় মোট কেন্দ্র ৯১টি, ভোটার ২ লাখ ৮৪ হাজার ৮২৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৪ হাজার ৬৭৭, মহিলা ১ লাখ ৪০ হাজার ১৫১ এবং একজন হিজড়া হয়েছেন।

উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সঞ্চুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘ফুলপুরের উন্নয়ন ত্বরান্বিত করতে মানুষ আমাকেই বেছে নেবে।’

ভোটের পরিবেশ ভালো থাকলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আতাউল করিম রাসেল। তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আমাকে পুনরায় নির্বাচিত করবেন। নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই।’

রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘যথাসময়ে প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুর দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা বাড়বে। শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা