× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভোটগ্রহণ শুরু

বগুড়া অফিস ও সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মে ২০২৪ ০৮:৫১ এএম

আপডেট : ০৮ মে ২০২৪ ১১:১৫ এএম

পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার পাঁচ মিনিটে কোনো ভোটার দেখা যায়নি। প্রবা ফটো

পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার পাঁচ মিনিটে কোনো ভোটার দেখা যায়নি। প্রবা ফটো

বগুড়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে তিন উপজেলা গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দিতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। সারিয়াকান্দি উপজেলা সদরে পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৩৬৭ জন ভোটার থাকলেও ভোট শুরু হওয়ার পাঁচ মিনিট পর্যন্ত কোনো ভোটার দেখা যায়নি। পাশের সরকারি উচ্চবিদ্যালয় ও মডেল প্রাথমিক বিদ্যালয়ে মাত্র চারজন ভোট দিয়েছেন।

জেলার তিন উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন গাবতলীতে। এর মধ্যে তিনজনই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন (আনারস), একই দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য অরুণকান্তি রায় সিটন (ঘোড়া), সাবেক ছাত্রলীগ নেতা সাহানুর ইসলাম সাকিল (মোটরসাইকেল) ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আতাউর রহমান রানু (হেলিকপ্টার)।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৯২৮ জন। কেন্দ্র ৯৮টি

পাশের উপজেলা সারিয়াকান্দিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের তিন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভপতি রেজাউল করিম মুন্টু (কাপ-পিরিচ), সাবেক চেয়ারম্যান শাজাহান আলী (ঘোড়া) এবং স্থানীয় সংসদ সদস্যের ছেলে সাখাওয়াত হোসেন সজল (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ২০০। কেন্দ্র ৭১টি।

সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে মাত্র দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটন (আনারস) ও দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে এরই মধ্যে যুবলীগ নেতা ফিদা হাসান টিটু নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ১৬১ জন। কেন্দ্র ৫৩টি।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানিয়েছেন, তিন উপজেলার নির্বাচন ২২২ কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও আনসার বাহিনীর ৬ হাজার ৩২ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা