× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাজাহান খানের বিরুদ্ধে ১৫ অভিযোগ প্রার্থী শফিকের

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ মে ২০২৪ ২১:২২ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ২১:৩৫ পিএম

সংবাদ সম্মেলনে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক। প্রবা ফটো

মাদারীপুরে আগামী ৮ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত মাঠ। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গসহ নানা অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খান। তিনি শাজাহান খানের চাচাতো ভাই। সোমবার (৬ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এই সংসদ সদস্যের বিরুদ্ধে ১৫টি অভিযোগ তুলেছেন চেয়ারম্যান প্রার্থী পাভেলুর।

তার দাবি, এসব বিষয়ে এরই মধ্যে রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোনো সুরাহা পাননি। তাই সংবাদ সম্মেলন করেছেন এই প্রার্থী।

এই নির্বাচনে অংশ নিচ্ছেন শাজাহান খানের ছেলে, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান আসিব খান (আনারস প্রতীক)। তার প্রতিদ্বন্দ্বী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান।

পাভেলুর লিখিত বক্তব্যে বলেন, ‘শাজাহান খানের ছেলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসিবুর রহমান খান তার পিতার কালো টাকা, অবৈধ সম্পদ এবং প্রভাবের জোরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিতার অবৈধ কালো টাকা দিয়ে তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। ইতিমধ্যে টাকার প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসন, নির্বাচনী ব্যবস্থা, সন্ত্রাসী বাহিনী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ভূমিদস্যু, টেন্ডারবাজ, চাঁদাবাজদের নিয়ে নির্বাচনী ফল নিজের পক্ষে নিতে চেষ্টা করছেন।’

সাত দফা দাবি তুলে ধরে তিনি বলেন, ‘তিনি (শাজাহান খান) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান করতে পারবেন না। স্বশরীরে অথবা মোবাইল ফোনে কাউকে তার ছেলের পক্ষে নির্বাচন করতে নির্দেশ বা অনুরোধ করতে পারবেন না। কাউকে ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবেন না। তার ক্ষমতার প্রভাবে তৈরি হওয়া সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ, ভূমিদস্যু, কিশোর গ্যাং সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন কতে হবে। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে একজন করে ইলেকট্রোরাল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হবে। ইতিমধ্যে সংঘঠিত সন্ত্রাসী ঘটনা সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

শফিক আরও বলেন, ‘প্রতীক বরাদ্দের পরদিন থেকে গত এক সপ্তাহে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তার কাছে স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের বিরুদ্ধে ১৫টি লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু আমার একটি অভিযোগও নির্বাচন কর্মকর্তা আমলে নেয়নি। কারণ, সেই অভিযোগগুলো সমাধানে দৃশ্যমান কোনও পদক্ষেপ নিতে দেখিনি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শ্রমবিষয়ক সম্পাদক খায়রুল হাসান নিটুল খন্দকার।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাজাহান খান। বলেন, ‘আমি মাদারীপুরে থাকলেও আমার ছেলের নির্বাচনী কোনো প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছি না। আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। আমি মাদারীপুরের নিজ বাসায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোচনা করি। তবে এটা নির্বাচনী কোনো বিষয় না।’

এরপর তিনি গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

জানতে চাইলে মাদারীপুর সদর উপজেলার পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আমম্মেদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের অভিযোগগুলো আমলে নিয়েছে নির্বাচন কমিশন। শফিক খানের অভিযোগ সবগুলোই গ্রহণ করা হয়েছে। সেই অভিযোগ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ শুরু করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা