× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালনের গান গেয়ে প্রতিবাদ জানালেন বগুড়ার সাংস্কৃতিক কর্মীরা

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৮:০১ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৮:৩৫ পিএম

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রবা ফটো

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। প্রবা ফটো

শরীয়তপুরের ভেদরগঞ্জে মরমি সাধক ফকির লালন সাঁইয়ের গান উদ্ধৃত করে সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দেয় এক যুবক। সেই সূত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওই যুবককে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার সাংস্কৃতিক কর্মীরা।

 

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে সোমবার (৬ মে) সকালে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে লালন সংগীত গেয়ে শিল্পীরা এবং বক্তব্যে জোটের নেতৃবৃন্দ সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

 

কর্মসূচিত‌ে বগুড়া জো‌টের সভাপ‌তি তৌ‌ফিক হাসান ময়নার সভাপতিত্বে বক্তব‌্য রা‌খেন, উদীচী বগুড়ার সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মামুদুস সোবহান মিন্নু, সি‌পি‌বি বগুড়ার সাধারণ সম্পাদক আ‌মিনুল ফ‌রিদ, বগুড়া জ‌লেশ্বরীতলা ব‌্যবসা‌য়ী স‌মি‌তির সাধারণ সম্পাদক এড‌নিস বাবু তালুকদার, জো‌টের সহসভাপ‌তি লায়ন আ‌তিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এমএ ম‌জিদ মিয়া, আসাদ হো‌সেন, সহসাধারণ সম্পাদক আলমগীর ক‌বির, এসএম বেলাল হো‌সেন, অর্থ সম্পাদক র‌বিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আ‌লিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস‌্য আসাদুর রহমান খোকন, আব্দুল আউয়াল, র‌বিউল ক‌রিম হৃদয়, সংশপ্তক থি‌য়েটারের সাধারণ সম্পাদক সা‌দেকুর রহমান সুজন, থি‌য়েটার আইডিয়ার প‌রিচালক নিভা রানী সরকার পূ‌র্নিমা, বাংলা‌দেশ গ্রাম থি‌য়েটারের প্রচার সম্পাদক আব্দুল হান্নান, পাঠকপণ‌্য পাঠশালার সাধারণ সম্পাদক ক‌বি জয়ন্ত দেব, বঙ্গবন্ধু প‌রিষদ বগুড়ার সাধারণ সম্পাদক এসএম মিল্লাত হো‌সেন, সংগীত প্রশিক্ষক খোদাদাদ খান বাদশা, ক‌বি আ‌জিজার রহমান তাজ, মির্জা আহসানুল হক দুলাল, ম‌তিয়ার রহমান,  শ‌ফিকুল ইসলাম শ‌্যামল, বিমল ক‌বিরাজ, ঐশী রায়, সিফাত ইসলাম, নি‌বির, মা‌শিয়ার, মোতাহার হো‌সেনসহ বি‌ভিন্ন পর্যা‌য়ের সাংস্কৃ‌তিক নেতৃবৃন্দ।

 

বক্তব্যের ফাঁকে ফাঁকে লালন গান প‌রি‌বেশন ক‌রেন, বিখ‌্যাত বাউল শিল্পী সুকুমার বাউল, হা‌ফিজ বাউল, জগদীশ বাউল, কামরুন নাহার ডা‌লিয়া, নি‌খিল চন্দ্র। ক‌বিতা আবৃ‌ত্তি ক‌রেন, বা‌চিক শিল্পী অলক পাল। এ ছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকা‌লে লালন সংগীতানুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা