× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি, আহত ৯

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৪:৫৯ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৫:২২ পিএম

হাজী মুহাম্মদ মহসিন কলেজ। ছবি : সংগৃহীত

হাজী মুহাম্মদ মহসিন কলেজ। ছবি : সংগৃহীত

পূর্বশত্রুতার জেরে হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছে। সেমবার (৬ মে) দুপুর ১টার দিকে কলেজের গেটে এ ঘটনা ঘটে।

বিবদমান দুটি পক্ষের এক পক্ষ মহসিন কলেজ ছাত্রলীগের সভাপতি মাইমুন উদ্দিন মামুনের অনুসারী, অন্যপক্ষ চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলামের অনুসারী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে তুচ্ছ ঘটনা কেন্দ্র কর দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

আহতরা হলেন মহসিন কলেজের বিএসএস ফাইনাল বর্ষের শিক্ষার্থী মফিজুর রহমান, বিবিএস তৃতীয় বর্ষের আরমান হোসাইন, চতুর্থ বর্ষের মোহাম্মদ তাকিব, দ্বিতীয় বর্ষের আরবিন আরমান, তৃতীয় বর্ষের সাইদুল, দ্বিতীয় বর্ষের নাফিস, এইচএসসি দ্বিতীয় বর্ষের রিমন, অন্তর ও বিএসএস দ্বিতীয় বর্ষের শিহাব।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মাইমুন উদ্দিন মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে পদযাত্রা ও সমাবেশ করে কলেজের সামনে গেলে চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলামের নেতৃত্বে আট-দশ জন বহিরাগত এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

চেষ্টা করেও চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। তবে কী কারণে জানা যায়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বার্তমানে পরিস্থিতি শান্ত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা