× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে ২ শ্রমিক নিহত

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ২২:০৬ পিএম

আপডেট : ০৫ মে ২০২৪ ২২:১৭ পিএম

সড়ক দুর্ঘটনায় আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রবা ফটো

সড়ক দুর্ঘটনায় আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রবা ফটো

জয়পুরহাট সদর উপজেলায় সিএনজি ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের দাদরা হাসপাতাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের বাসিন্দা জিতেন বর্মণ এবং বড় মানিক গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী।

আহতরা হলেন- সুনীল বর্মণ, ইসমাইল হোসেন, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন এবং অজ্ঞাত একজন। অজ্ঞাত ব্যক্তি সিএনজির চালক ছিলেন বলে আহতরা জানিয়েছেন।

আহত আজিজুল ইসলাম বলেন, ‘আমরা নওগাঁর রানীনগর উপজেলায় ধান কাটতে গিয়েছিলাম। আজ বাড়ি ফিরছিলাম। রানীনগর থেকে সান্তাহার আসি। এরপর পাঁচবিবির উদ্দেশে ১১ জন মিলে দুটি সিএনজি ভাড়া করা হয়। একটিতে ছয়জন, আরেকটিতে পাঁচজন। ছয়জন থাকা সিএনজির সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়।’

প্রত্যক্ষদর্শী দাদরা জন্তিগ্রামের বাসিন্দা ফরিদ আহম্মেদ বলেন, ‘পরপর দুটি সিএনজি জয়পুরহাটের দিকে যাচ্ছিল। একটি সিএনজির ডান পাশে চলন্ত ট্রাক্টরের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে সিএনজি দুমড়েমুচড়ে যায়। সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, ‘সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাতপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা