× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনী অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: সেনাপ্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৪ ২৩:৫২ পিএম

আপডেট : ০৫ মে ২০২৪ ০০:২১ এএম

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রবা ফটো

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রবা ফটো

সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (৪ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাদুরচর এলাকায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে সেনাবাহিনী আধুনিকায়নে যা যা করা দরকার তা সবই করেছেন। দেশের অগ্রযাত্রায় ও অর্থনৈতিক উন্নয়নে এসব পদক্ষেপ ভূমিকা রাখছে। সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই।’  

তিনি বলেন, ‘সেনাপ্রধান হিসেবে আমাদের ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সঙ্গে আমরা যুক্ত রয়েছি। যার ফলে আমি বুঝতে পারি ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই স্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়া বিভিন্ন শিল্প গ্রপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয়রা। সূত্র : আইএসপিআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা