× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে নির্বাচন নির্বাসনে চলে গেছে : বদিউল আলম মজুমদার

রংপুর অফিস

প্রকাশ : ০৪ মে ২০২৪ ২২:৪৬ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ২২:৫৪ পিএম

সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। প্রবা ফটো

সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। প্রবা ফটো

সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে নির্বাচন নির্বাসনে চলে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের রাজনীতিবিদদের চিন্তা করতে হবে- তারা জাতিকে কোথায় নিয়ে যেতে চান। যে উদ্দেশ্যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি কি-না, তা দেখতে হবে রাজনীতিবিদদেরই। রাজনৈতিক দলগুলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তাদের প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়ন করে। কিন্তু তারা যদি নির্বাচনে যাওয়ার সুযোগ না পায়, তাহলে রাজনৈতিক দল থাকাই অর্থহীন। 

শনিবার  ( ৪ মে) দুপুরে রংপুর আরডিআরএস মিলনায়তনে সুজনের রংপুর বিভাগীয় কমিটির মতবিনিময় ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সুজন সম্পাদক বলেন, গণতন্ত্র মানেই মানুষের সম্মতির শাসন। এ সম্মতির শাসন প্রতিষ্ঠিত হয় নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচন হতে হয় অংশগ্রহণমূলক। এতে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তারা অংশগ্রহণ করতে পারেন; এজন্য একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হয়। ভোটাররা প্রভাবমুক্ত থেকে ভোট দিতে পারেন। বর্তমানে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। সচেতন নাগরিকদের সোচ্চার হয়ে সংগঠিত করতে হবে। আমরা সেই কাজই করে যাচ্ছি।  

তিনি আরও বলেন, আমরা অর্থনৈতিক সংকটে রয়েছি। সরকারি দলও এর সঙ্গে একমত রয়েছে। আমাদের মুদ্রাস্ফীতি, ডলার সংকট, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সুশাসনের অভাব; এসবের বিষয়ে প্রায় সবাই একমত রয়েছেন। এ থেকে পরিত্রাণ পেতে আমাদের নাগরিকদের সোচ্চার হয়ে রাজনীতিবিদদের ঘুম ভাঙাতে হবে। 

এ সময় রংপুর জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেশ দেসহ বিভাগের ৮ জেলার সুজনের সংগঠকরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা