× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৪ ২২:৩০ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ২২:৩৩ পিএম

কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

কাপ্তাই হ্রদের বৈচিত্র্যময় যে রূপ ছিল তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, কাপ্তাই লেক যেন তার যৌবন হারিয়ে ফেলেছে। তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (৪ মে) বিএফডিসি ঘাটে কাপ্তাই লেকে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোরেশন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এটির আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘আগের দিনের যে বৈচিত্র্যময় রূপের কাপ্তাই লেক কেন যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। কাপ্তাই লেক যেন তার যৌবন  হারিয়ে ফেলেছে। আমাদের সেই প্রাণের আকুতি প্রাণের চাওয়া কাপ্তাই লেক বিফলে যেতে পারে না। আমরা সকলে প্রতিজ্ঞা নিয়েছি আমাদের সেই পুরনো যৌবনপ্রাপ্ত কাপ্তাই লেককে ফিরে আনতে চাই। তাই এই লেককে পুনরায় যেন তার পূর্বের মতো ফেরত আনা যায়, সেজন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার তা করা হবে। কাপ্তাই হ্রদকে পুনঃযৌবনে ফেরত আনতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা যদি থাকে তাহলে এই কাপ্তাই হ্রদকে আবার পূর্বের অবস্থায় ফেরত আনা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের মৎস খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে একটা বড় ভূমিকা রাখার প্রকল্প আমরা গ্রহণ করব; আপনাদের সেই কথা দিতে চাই। এখানকার ফিশিং ল্যান্ডিংটা (অবতরণ ঘাট) প্রায় অকেজো। এখানে আধুনিক একটা ফিশিং ল্যান্ডিং তৈরির উদ্যোগ আমরা গ্রহণ করব। তবে এই সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব এই এলাকার সকল মানুষের।’

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, নৌপুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জুলফিকার আলী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য দেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, মৎস্য ব্যবসায়ী নেতা উদয়ন বড়ুয়া।

প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। তবে হ্রদে পানিস্বল্পতার কারণে এ বছর নির্ধারিত সময়ের ৬ দিন আগে ২৫ এপ্রিল থেকেই মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা