চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৪ মে ২০২৪ ২০:১৮ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪ ২০:৩০ পিএম
জালাল আহমদ। ছবি: সংগৃহীত
সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতকানিয়া সরকারি বালিকা স্কুলের সিনিয়র শিক্ষক জালাল আহমদ। উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিনের এক মূল্যায়নপত্রে তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
জালাল আহমদ উপজেলার বাজালিয়া ইউনিয়নের দুদু মিয়া ও নুরুন নাহার দম্পতির ৪র্থ সন্তান। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিনি বিএড ডিগ্রি অর্জন করেছেন। তিনি নতুন কারিকুলামের ইংরেজি বিষয়ের একজন মাস্টার ট্রেইনার এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষক। এসবের বাইরেও একাধারে একজন কবি, কলামিস্ট ও বিতর্ক উৎসবসহ নানাবিধ সৃজনশীল উদ্ভাবনীমূলক কাজে সম্পৃক্ত আছেন।
সাতকানিয়া সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল জানান, অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান, প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পারদর্শিতা, প্রযুক্তির ব্যবহার, পেশাগত সৃজনশীল প্রকাশনা, গুণগত মানের শিক্ষায় উদ্ভাবনী ও উত্তম চর্চার নিদর্শন এবং কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পারদর্শিতার বিচারে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন জালাল আহমদ। তিনি সব সময় নিজেকে শিক্ষার বিভিন্ন কল্যাণমূলক কাজে সম্পৃক্ত রাখেন। তিনি শিক্ষা, শিক্ষক এবং শিক্ষার্থীবান্ধব একজন সাদা মনের শিক্ষক। তার এই অর্জন আমাদের সম্মানিত করেছে।