× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপিদের উদ্দেশে রাশেদা সুলতানা

ইজ্জত রক্ষা না করলে বিপর্যয় ঘটতে পারে

রাজশাহী অফিস

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ১৭:৫২ পিএম

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ফাইল ফটো

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ফাইল ফটো

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এমপি এবং সরকারি দলের ক্ষমতাধর রাজনৈতিক নেতাদের সতর্ক করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘যারা নিজেদের পছন্দের প্রার্থীর প্রতি নেক দৃষ্টির চেষ্টা করছেন তারা নিজের ইজ্জত নিজে রক্ষা করেন। আপনার ইজ্জত আপনি যদি নিজে রক্ষা না করেন, তাহলে যেকোন মুহূর্তে একটা বিপর্যয় ঘটে যেতে পারে। এর দায় আপনাদেরই বহন করতে হবে।’

শনিবার (৪ মে) সকালে রাজশাহী জেলা শিল্পকলা মিলনায়তনে নির্বাচন উপলক্ষে রাজশাহীর ৯টি উপজেলার প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘অতি সুবিধাভোগী যারা আছেন তাদের বিষয়ে নির্বাচন আচরণবিধিতে উল্লেখ রয়েছে। এ সমস্ত ব্যক্তিবর্গ প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তার পছন্দের প্রার্থীর প্রতি নেক দৃষ্টির চেষ্টা করছেন। তাদের প্রতি আমার অনুরোধ, আপনি আপনার জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আসবেন ভোট দিয়ে চলে যাবেন। আপনাকে আমরা ভোট দিতে বন্ধ করতে পারি না, আমরা সেটা চাইও না।’

প্রার্থীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘যার আশীর্বাদপুষ্ট হয়ে কাজ করবেন। দয়া করে এ মনোভাব বাদ দেন। কারণ যার সুবিধা নিতে চান, অন্য কারও বলে বলিয়ান হতে চান। আর এটা যদি কমিশন বুঝতে পারে বা প্রমাণ হয়। আমরা একদম সোজা প্রার্থিতা বাতিল করে দেব।’

তিনি বলেন, ‘মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এবার কোনো রকম হট্টগোল-হাঙ্গামা হয়নি। কেননা প্রার্থীকে এবার ঘরে বসে মনোনয়ন জমা দিতে হয়েছে। এ হট্টগোল-হাঙ্গামা বন্ধের জন্য আমরা এটা করেছি এবং আমরা সফল হয়েছি। নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে অন্তত কোনো প্রকার হট্টগোল হয়নি।’

রাশেদা সুলতানা বলেন, ‘শোভাযাত্রা করে খুব বেশি লাভ হয় না। বরং এতে শঙ্কা, সমালোচনা ও সংঘর্ষের সম্ভাবনা বাড়ে। এখন প্রার্থীদের প্রচারণার সময়। নির্বাচনের পুরো সময়টাতে প্রার্থীদের ধৈর্য ধরে নির্বাচনী আইনরে মধ্যে চলতে হবে। ভোটকেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের মতো কোনো প্রকার দুঃসাহস আপনারা করবেন না। এমন অভিযোগ পেলে ইসি সেই ভোট বাতিল করবে যেকোনো মুহূর্তে। আচরণবিধি ভঙ্গ করা হলে নির্বাচনের দিনেও ইসি প্রার্থিতা বাতিল করে দেবে।’

ভোটারদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে নির্বাচন কমিশনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনে কোনো সৌন্দর্য নাই, গ্রহণযোগ্যতা নাই। এমনকি আনন্দও নাই। ১০ শতাংশ ভোট পেয়ে জেতা আর ৮০ শতাংশ ভোট পেয়ে জেতার মধ্যে তফাত আছে। এমন অবস্থায় প্রার্থীরাই চিন্তা করবেন আপনারা কি ১০ শতাংশ ভোটার নিয়ে জিততে চান নাকি ৮০ শতাংশ নিয়ে।’

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের চাওয়া বেশি সংখ্যক ভোটার আসুক এবং ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। নির্বাচন কমিশনের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই- কোন প্রার্থী জিতবে বা হারবে। কমিশনের একটাই নির্দেশনা সব প্রার্থীকে সমান ভাবে দেখবেন এবং যে হাঙ্গামা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ নির্দেশনা যিনি প্রতিপালন করবেন না তিনি তার দায় বহন করবেন। কমিশন অভিযোগ পেলে অ্যাকশন নেবে।’

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জর ডিআইজি মো. আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা