× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন

সাইফুলের প্রধান লক্ষ্য এলাকার উন্নয়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৪ ২৩:০১ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ২৩:০৩ পিএম

বাকেরগঞ্জ পৌর শহরের ৩ নং ওয়ার্ডে তালা মার্কার প্রচারণায় সাইফুল ডাকুয়া । ছবি : প্রবা ফটো

বাকেরগঞ্জ পৌর শহরের ৩ নং ওয়ার্ডে তালা মার্কার প্রচারণায় সাইফুল ডাকুয়া । ছবি : প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ রাজনীতিবিদ সাইফুল ইসলাম ডাকুয়া। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি। বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন ডাকুয়া ওরফে ফকু ডাকুয়ার সন্তান সাইফুল।

রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় অন্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের চেয়ে প্রচারে-পরিচিতিতে অনেকটাই এগিয়ে আছেন তিনি। এরপরও ভোটারদের মন জোগাতে দিন-রাত প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইফুল। এরই অংশ হিসেবে শুক্রবার (৩ মে) উপজেলার ৪নং দুধল ইউনিয়নের শতরাজ বাজারে গণসংযোগ চালান তিনি। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘আমি আমার বাবার ঐতিহ্য ধরে রাখতে চাই। আমি নির্বাচিত হলে সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করব।’


বাকেরগঞ্জের বাংলাবাজারে তালা মার্কার প্রচারণায় সাইফুল ডাকুয়া । ছবি : প্রবা ফটো

এর আগে গত বৃহস্পতিবার ভরপাশা ইউনিয়নের আতাকাঠি, লক্ষ্মীপাশা, মহেরবাজার দাধুরহাট ক্যান্টনমেন্ট বাজার, বটতলা, বাঙ্গাপোল এলাকায় গণসংযোগ করেন তালা প্রতীকের এই প্রার্থী। নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তরুণ এই প্রার্থী বলেন, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে দুর্গাপাশা ও ফরিদপুর এই দুটি ইউনিয়ন দুর্গম এলাকা। সেখানে রাতের আঁধারে আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। কর্মী-সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা চলছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে সাইফুল ডাকুয়া বলেন, ‘আমার বাবা মানুষের জন্য কাজ করে গেছেন, সাধারণ মানুষের পাশে ছিলেন। ছাত্রজীবন থেকেই আমি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামী দিনেও জনগণের পাশে থেকে অসহায় মানুষের জন্য কাজ করতে চাই।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা