× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটের মোংলা

বরাদ্দের আগেই প্রতীক নিয়ে প্রচারে আওয়ামী লীগ নেতা

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ২২:৪০ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ২২:৪২ পিএম

বরাদ্দের আগেই প্রতীক নিয়ে প্রচারে আওয়ামী লীগ নেতা

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদে নির্বাচন আগামী ২৯ মে। ষষ্ঠে উপজেলা পরিষদের তৃতীয় ধাপে অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল শেষ হয়েছে গত বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আগামী ১৩ মে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করা হবে। কিন্তু তার আগেই পছন্দের প্রতীক নিয়ে প্রচারে নেমে পড়েছেন সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থী। ছাপিয়ে ফেলেছেন পোস্টার, অনলাইনে চালাচ্ছেন তুমুল প্রচার। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

আলোচিত ওই প্রার্থী মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন। তিনি মনোনয়পত্রে পছন্দের প্রতীক হিসেবে চেয়েছেন দোয়াত কলম। আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পাওয়ার আগেই দোয়াত কলম প্রতীক দিয়ে তিনি নিজের পোস্টার বানিয়েছেন। তার অনুসারীরা সেই পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইব্রাহিমের জন্য ভোট চাইছেন। দোয়াত কলম মার্কায় ভোট চেয়ে প্রচারণামূলক গান ও ভিডিও বানিয়ে সেগুলোও প্রচার করা হচ্ছে। এমনকী স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যমে প্রতীকসহ পোস্টার বানিয়ে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে। 

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কয়েকজন প্রার্থী বলেন, প্রতীক বরাদ্দের আগেই এসব প্রচার চালিয়ে ইব্রাহিম ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছেন। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও আচরণ বিধি লঙ্ঘণ হচ্ছে। অবাধ ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। 

জানতে চাইলে মোংলা উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থীর পোষ্টার ছাপানোর সুযোগ নেই। এরপরও যে প্রার্থী পোষ্টার ছাপিয়ে প্রচার চালিয়েছেন তাকে সতর্ক করা হয়েছে। তিনি সামাজিক মাধ্যম থেকে পোস্টার সরানোর অঙ্গীর করেছেন। 

তবে এজন্য ভুল স্বীকার করতে নারাজ প্রার্থী ইব্রাহিম। তার দাবি, প্রতীক বরাদ্দের আগেই তার কোনও শুভাকাঙ্খী তাকে ভালোবেসে অতিউৎসাহী হয়ে এসব পোস্টার বানিয়ে প্রচার চালিয়েছেন। এর দায়িত্ব-দায়িত্ব ওই শুভাকাঙ্খীর। পরিচিত সবাইকে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছেন বলেও জানান ইব্রাহিম হোসেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা