× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাট মোরেলগঞ্জ

ভোটারদের দ্বারে দ্বারে তিন নারী প্রার্থী

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৬:২৩ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ১৬:২৯ পিএম

বাঁ থেকে ফাহিমা খানম, আজমিন নাহার ও হোসনেয়ারা হাসি। প্রবা ফটো

বাঁ থেকে ফাহিমা খানম, আজমিন নাহার ও হোসনেয়ারা হাসি। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে পাড়া-মহল্লা, হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকান- সর্বত্রই এখন নির্বাচনী আলোচনার ঝড়। নারী ভোটারদের পাশাপাশি পুরুষরাও হিসাবনিকাশ কষছেন, কোন প্রার্থীকে নির্বাচনে জয়ী করলে এলাকার উন্নয়নের কাজ হবে। জনগণের প্রত্যাশা পূরণে কে হবে তাদের কাঙ্ক্ষিত বিজয়ী প্রার্থী। আগামী ২৯ মে তৃতীয় ধাপে এ নির্বাচনী মাঠে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে এবার প্রতিদ্বন্দ্বিতায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিন নারী প্রার্থী। বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে তারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন উপজেলা নির্বাচন অফিস সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেনÑ এলাকার প্রয়াত আওয়ামী লীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম ছাবুল আকতারের সহধর্মিণী বর্তমান ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, দুইবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমিন নাহার। এ ছাড়াও নতুন মুখ হিসেবে রয়েছেন অপর প্রার্থী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিশনার হোসনেয়ারা হাসি। 

মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা সুশৃঙ্খলভাবে তাদের নিজ নিজ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন। 

মনোনয়নপত্র জমাদানের পরে এক প্রতিক্রিয়ায় বর্তমান ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম বলেন, ভয়ভীতি আর রক্তচক্ষুকে উপেক্ষা করেও জনগণের ভালোবাসা নিয়ে প্রার্থী হয়ে মাঠে নেমেছি। ভোটের মাধ্যমেই সাধারণ জনগণ বেছে নেবে তাদের যোগ্য প্রার্থী। 

অপর এক প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আজমিন নাহার বলেন, সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে রাজনীতি করি, কর্মীরা হলো দলের প্রাণ। আশা করছি উন্নয়নের স্বার্থে জনগণ আবারও ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। জনতা যার ভোট তার। 

নতুন মুখ হিসেবে প্রতিদ্বন্দ্বিতার মাঠে অংশ নেওয়া অপর প্রার্থী হোসনেয়ারা হাসি বলেন, ৩৬ বছর মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতা পেশায় থেকে শিশুশিক্ষার্থীদের মাঝে নিজেকে নিয়োজিত রেখেছি। এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে অভিভাবকদের ভালোবাসায় প্রার্থী হয়ে মাঠে লড়ছি। এবার জনগণের সমর্থনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জে নির্বাচন হবে। ৫ মে এসব উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হবে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা