কক্সবাজার অফিস
প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৩:০৫ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪ ১৪:১৬ পিএম
কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক এমপি আবদুর রহমান বদি। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের উপজেলা চেয়ারম্যান নুরুল আলমকে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে ভিন্ন কথা বলেছেন সাবেক এমপি।
বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়ায় গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলার বর্তমান চেয়ারম্যান ও চলতি উপজেলা নির্বাচনে প্রার্থী নুরুল আলম।
তিনি বলেন, ২ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও মনোনয়নপত্র দাখিল করেছি। রাতে হোয়াইক্যং ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাই। এ সময় সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িযোগে সাবেক এমপি বদি ও অন্য চেয়ারম্যান প্রার্থী জাফর আলম ঘটনাস্থলে এসে পর পর দুই রাউন্ড গুলি ছোড়েন। কিন্তু কৌশলগত কারণে তা আমার গায়ে লাগেনি। সঙ্গে সঙ্গে আমি জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানাই। পুলিশ ঘটনাস্থলে এলে আমি নিরাপদে ফিরে আসি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
নুরুল আলম বলেন, চেয়ারম্যান প্রার্থী জাফরের পক্ষ হয়ে সাবেক এমপি সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িযোগে প্রচারের পাশাপাশি আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জাফর আলম জানান, গুলি ছোড়ার ঘটনা পুরোপুরি মিথ্যা। উল্টো নুরুল আলম আমার এক সমর্থককে ধরে নেওয়ার খবর শুনে আমি আর বদি ভাই সেখানে যাই। ওখানে গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি।
সাবেক এমপি আবদুর রহমান বদিও একই কথা বলেছেন। তিনি বলেন, কোনোভাবেই গুলি ছোড়া হয়নি। তবে ঘটনার সময় দুটি পটকার আওয়াজ শোনা গেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী বলেন, এ ব্যাপারে বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।